শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Joining of sentences using Noun in Apposition in bangal

 

Using Noun in Apposition

যে বাক্যগুলোর মধ্যে একাধিক Noun থাকে সেই বাক্যগুলোকে Apposition করে Joining করা হয়। Apposition এর অর্থ হল পাশে অবস্থান।

Joining করার নিয়মঃ

মূল নাউনকে প্রথমে লিখে কমা দিয়ে পরের নাউনগুলোকে লিখতে হবে।

# Ram is the best boy. He reads in class five.

Ram, the best boy reads in class five.

উদাহরণটিতে লক্ষ্য করে দেখো Ram, the best boy, class five এগুলো হল NounRam হল মূল নাউন তারপরে  কমা দিয়ে দ্বিতীয় নাউনটিকে লিখে বাকি অংশ লিখে Joining করা হয়েছে। নিচের উদাহরণগুলো দেখো আশাকরি খুব সহজে বুঝতে পারবে।

More Examples:

# Rabindranath was a great poet. He wrote the Gitanjali.

Rabindranath, a great poet wrote the Gitanjali.

# Jatinbabu is a teacher in a local school. He is a bachelor.

Jatibabu, a bachelor is a teacher in a local school.

# Sachin Tendulkar is a player of India. He is a cricketer of magical skill.

Sachin Tendulkar, a cricketer of magical skill is a player of India.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Transformation of sentences Simple –Complex – Compound in Bengali

Transformation of sentences  Simple –Complex – Compound   1. SIMPLE                       COMPLEX                                C...